বাউফলে আবারও ১ শিক্ষার্থীর আত্মহত্যা

বাউফলে আবারও ১ শিক্ষার্থীর আত্মহত্যা

এম অহিদুজ্জামান ডিউক, বাউফল:
পটুয়াখালীর বাউফলে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় আশানুরুপ ফলাফল না পাওয়ায় মো: রিয়াজ হোসেন (১০) নামের এক শিক্ষার্থী গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার অলিপুরা বাজারের পশ্চিম পার্শ্বে ওই ঘটনা ঘটেছে। স্বজনরা রাত ৭টার দিকে বাউফল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর বাবা দেলোয়ার হোসেন জানান, পরীক্ষার ফলাফলের পরে তাকে স্বাভাবিকই মনে হয়েছে। সকালের খাবার খেয়ে তিনি দিন মুজুরীর কাজে বেড়িয়ে গেছেন, দুপুরে এসে ডাকা-ডাকি করেও তার কোন খোঁজ পাইনি। ওই সময় তার মা খালেদা বেগম ছোট দুই সন্তান নিয়ে ঋণের টাকা পরিশোধের জন্য নওমালা ইউপির  গ্রামীন ব্যাংকে গিয়েছিলেন। শেষ বিকালে এসে দেখেন পিছনের বারান্দার আড়ার সাথে প্লাস্টিকের রশি লাগিয়ে  ঝুলতেছে। ওই সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষনা করে। ওই শিক্ষাথী উপজেলার অলিপুরা ছালেহিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ ৩. ৬৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তিন ভাই বোনের মধ্যে রিয়াজ তাদের প্রথম সন্তান। এর আগে ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনি পরীক্ষায় জিপিএ ৩.৯২ পাওয়ায় ফাহাদ (১০) নামের বড় ডালিমা আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করে।